Solution
Correct Answer: Option A
- দিবেহী ভাষা হলো একটি ইন্দো-আর্য ভাষা যা মালদ্বীপের রাষ্ট্রভাষা।
- দিবেহী লেখার জন্য ব্যবহৃত প্রথম পরিচিত লিপিটি হল ইভেলা আকুরু লিপি
মালদ্বীপ:
- ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দ্বীপ দেশ মালদ্বীপ।
- প্রায় ১ হাজার ২০০ দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র এটি।
- রাজধানী মালে।
- আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার।
- জনসংখ্যা: ৫ লাখ ২৩ হাজার।
- ভাষা দিভেহী ও ইংরেজি।