`Proletariat' শব্দটির সঠিক বাংলা কী?
A রাজগোষ্ঠী
B বিপদাপন্ন
C সর্বহারা
D সাহিত্যিক
Solution
Correct Answer: Option C
- Proletariat শব্দটির অর্থ শ্রমিক শ্রেণী /নিম্নতম শ্রেণির লোক।
- “'শ্রমিক শ্রেণী' (Proletariat) শব্দটি প্রাথমিকভাবে মার্ক্সবাদী তত্ত্বের সাথে সম্পর্কের জন্য এবং ইতিহাস জুড়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনাকে গড়ার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিখ্যাত।”