Solution
Correct Answer: Option B
- তোরাবোরা পাহাড় আফগানিস্তানের পূর্বাঞ্চলে Nangarhar প্রদেশের পশ্চিমে অবস্থিত।
- এটি খাইবার গিরিপথ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) পশ্চিমে এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্ত থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) উত্তরে অবস্থিত।
- তোরাবোরা পাহাড় 3,990 মিটার (13,123 ফুট) উচ্চতায় অবস্থিত।
- এই পাহাড়টি 1980-এর দশকে সোভিয়েত-আফগান যুদ্ধ এবং 2001 সালে আফগানিস্তানে মার্কিন যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।