‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটি কে রচনা করেছেন?
A সত্যেন সেন
B আলাউদ্দিন আল আজাদ
C আবুল ফজল
D অচিন্ত্যকুমার সেনগুপ্ত
Solution
Correct Answer: Option B
‘তেইশ নম্বর তৈলচিত্র’ ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস। ১৯৬০ সালে ‘পদক্ষেপ’ নামক একটি পত্রিকায় এই উপন্যাসটি প্রথম ছাপা হয়। এটি বেশ কয়েকটি ভাষাতে অনূদিত হয়েছে।