একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চার এক-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
A ৩০ মিনিট
B ১ ঘণ্টা
C ১ ঘণ্টা ৩০ মিনিট
D ২ ঘণ্টা
Solution
Correct Answer: Option B
তিনটি নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় যথাক্রমে ১/১০ , ১/১২ এবং ১/১৫ অংশ
একসাথে ১ ঘণ্টায় পূর্ণ হয় = (১/১০) + (১/১২) + (১/১৫) অংশ
= (৬ + ৪ + ৫)/৬০ অংশ
= ১/৪ অংশ