নাসিম ৪২ জন লোক নিয়োগ দিল যেন সে ২২ দিনে একটি কাজ শেষ করতে পারে। ১২ দিন পর মাত্র এক-তৃতীয়াংশ কাজ শেষ হল। অতিরিক্ত কোনো লোক নেয়া না হলে অবশিষ্ট কাজ শেষ করতে নির্ধারিত সময় অপেক্ষা কতদিন বেশি লাগবে?
A ১০ দিন
B ১২ দিন
C ১৩ দিন
D ১৪ দিন
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
১/৩ অংশ কাজ করে = ১২ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = ১২ × ৩ দিনে
= ৩৬ দিনে
∴ সময় বেশি লাগবে = (৩৬ - ২২) দিন
= ১৪ দিন