রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহহার হয়-
A আলোকতরঙ্গ
B শব্দোত্তর তরঙ্গ
C শব্দ তরঙ্গ
D শব্দেতর তরঙ্গ
Solution
Correct Answer: Option B
20 Hz এর কম কম্পাঙ্ক বিশিষ্ঠ তরঙ্গকে বলে - শব্দতর তরঙ্গ বা ইনফ্রাসাউন্ড বলে। আবার 20000 Hz বা 20 kHz এর বেশি কম্পাঙ্ক বিশিষ্ঠ শব্দকে শব্দোত্তর তরঙ্গ বা আলট্রাসাউন্ড বলে। এই দুই ধরনের শব্দই মানুষ শুনতে পায় না। উৎসঃ নবম-দশম শ্রেণীঃ পদার্থ বিজ্ঞান বই।