রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহহার হয়-
A আলোকতরঙ্গ
B শব্দোত্তর তরঙ্গ
C শব্দ তরঙ্গ
D শব্দেতর তরঙ্গ
Solution
Correct Answer: Option B
- 20 Hz এর কম কম্পাঙ্ক বিশিষ্ঠ তরঙ্গকে বলে - শব্দতর তরঙ্গ বা ইনফ্রাসাউন্ড বলে।
- আবার 20000 Hz বা 20 kHz এর বেশি কম্পাঙ্ক বিশিষ্ঠ শব্দকে শব্দোত্তর তরঙ্গ বা আলট্রাসাউন্ড বলে।
- এই দুই ধরনের শব্দই মানুষ শুনতে পায় না।
উৎসঃ নবম-দশম শ্রেণীঃ পদার্থ বিজ্ঞান বই।