ইমরান একটি বইয়ের ৪০ পৃষ্ঠা পড়ার পরেও, ৯/১৪ অংশ পড়তে বাকি থাকে। বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা কত?

A ১০৮ পৃষ্ঠা

B ১১২ পৃষ্ঠা  

C ১১৪ পৃষ্ঠা

D ১২৮ পৃষ্ঠা

Solution

Correct Answer: Option B

বই পড়া হয়েছে = ১ - (৯/১৪) অংশ
= (১৪ - ৯)/১৪ অংশ
= ৫/১৪ অংশ

∴ ৫/১৪ অংশ = ৪০
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৪০ × (১৪/৫) পৃষ্ঠা
= ১১২ পৃষ্ঠা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions