দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ২ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ১১ : ৭। সংখ্যা দুইটি যথাক্রমে-

A ৩০ এবং ২২

B ২৪ এবং ১৬

C ২০ এবং ১৮

D ৩৪ এবং ২৬

Solution

Correct Answer: Option B

ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৩ক এবং ২ক

প্রশ্নমতে,
(৩ক - ২)/(২ক - ২) = ১১/৭
⇒ ২২ক - ২২ = ২১ক - ১৪
⇒ ২২ক - ২১ক = ২২ - ১৪
∴ ক = ৮

∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৩ × ৮ = ২৪ এবং ২ × ৮ = ১৬

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions