চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৭২ হলে, মধ্য রাশিদ্বয়ের গুনফল কত?

A ৩৬

B ৪৮

C ৭২

D ৯৬

Solution

Correct Answer: Option C

সমানুপাতিক রাশির ক্ষেত্রে,
১ম রাশি : ২য় রাশি = ৩য় রাশি : ৪র্থ রাশি
বা, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
 
অর্থাৎ, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৭২ হলে, মধ্য রাশিদ্বয়ের গুণফলও ৭২ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions