নিচের কোনটি বাংলা ধাতু?

A গম্

B কাট্

C গঠ্

D সবগুলোই

Solution

Correct Answer: Option B

-যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সরাসরি আসেনি সেগুলো হল বাংলা ধাতু।
-যেমন- কাট্, কাঁদ্, জান্, নাচ্ ইত্যাদি।
-আর গম্, গঠ্ সংস্কৃত ধাতু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions