Solution
Correct Answer: Option A
- বাংলা ভাষায় ব্যবহৃত 'সু' উপসর্গটি তৎসম (সংস্কৃত) এবং খাঁটি বাংলা উভয় প্রকারেই পাওয়া যায়।
- কোন শব্দের সাথে যুক্ত হয়েছে, তার ওপর ভিত্তি করে উপসর্গের প্রকার নির্ধারণ করা হয়।
- যদি উপসর্গটি কোনো তৎসম শব্দের পূর্বে বসে, তবে সেটি তৎসম উপসর্গ হিসেবে গণ্য হয়।
- 'সুনাম' শব্দটি 'সু' উপসর্গ এবং 'নাম' মূল শব্দ নিয়ে গঠিত, অর্থাৎ 'সু' + 'নাম'।
- এখানে 'নাম' শব্দটি একটি তৎসম বা সংস্কৃত শব্দ।
- তাই, তৎসম শব্দ 'নাম'-এর সাথে যুক্ত হওয়ায় 'সু' এখানে একটি তৎসম উপসর্গ।
- এই উপসর্গটি এখানে 'উত্তম', 'ভালো' বা 'সুন্দর' অর্থ প্রকাশ করছে।