Solution
Correct Answer: Option D
- বৈদ্যুতিক ঘন্টায় প্রধানত তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়।
- যখন সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন এর ভিতরের ধাতব দণ্ডটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এবং হাতুড়িটিকে আকর্ষণ করে ঘন্টায় আঘাত করে।
- আঘাত করার সাথে সাথেই বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে চুম্বকত্ব নষ্ট হয় এবং হাতুড়িটি আবার আগের জায়গায় ফিরে আসে।
- এই প্রক্রিয়াটি বারবার চলতে থাকে, যার ফলে ধারাবাহিক শব্দ উৎপন্ন হয়।
- সাধারণত কলিং বেল বা বৈদ্যুতিক ঘন্টায় ডিসি প্রবাহে তড়িৎ চুম্বকের কার্যকারিতা বেশি দেখা যায়।