ইলেকট্রোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয় কেন?
A চল বিদ্যুৎ পরীক্ষার জন্য
B ভোল্টেজ পরীক্ষার জন্য
C রোধ পরীক্ষার জন্য
D স্থির বিদ্যুৎ পরীক্ষার জন্য
Solution
Correct Answer: Option D
স্থির বিদ্যুৎ পরীক্ষার জন্য ইলেকট্রোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয়। এখানে চার্জের অস্তিত্ব বােঝার জন্য রয়েছে খুবই হালকা সােনা, অ্যালুমিনিয়াম বা অন্য কোনাে ধাতুর দুটি পাত।
উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান