এন্ডােস্কোপিতে প্রয়ােগ করা হয়-
A আলাের প্রতিসরণ ও বৈদ্যুতিক তরঙ্গের নিঃসরণ
B আলোর প্রতিফলন ও বৈদ্যুতিক তরঙ্গের নিঃসরণ
C আলাের প্রতিসরণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
D বৈদ্যুতিক তরঙ্গের নিঃসরণ ও আলাের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
Solution
Correct Answer: Option C
এন্ডােসকোপি যন্ত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় যেখানে আলাে পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন হয়ে আঁকাবাকা পথে যেতে পারে।
বর্তমানে অত্যন্ত ক্ষুদ্র সিসিডি ক্যামেরার প্রযুক্তির কারণে এন্ডোসকপি যন্ত্রের নলের মাথায় একটি ক্ষুদ্র ক্যামেরা বসিয়ে সেটি সরাসরি শরীরের ভেতরে ঢুকিয়ে ভিডিও সিগন্যাল দেখা সম্ভবপর হচ্ছে।
যে অঙ্গগুলাে পরীক্ষা করার জন্য এন্ডােসকপি ব্যবহার করা হয় সেগুলাে হচ্ছে-
১। ফুসফুস এবং বুকের কেন্দ্রীয় বিভাজন অংশ;
২। পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র বা কোলন;
৩। স্ত্রী প্রজনন অঙ্গ;
৪। উদর এবং পেলভিস;
৫। মূত্রনালির অভ্যন্তর ভাগ;
৬। নাসা গহ্বর, নাকের চারপাশের সাইনাস এবং কান।
উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির বিজ্ঞান