করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?

A ছাত্ররা বল খেলে।

B ডাক্তার ডাক।

C হামিদ বই পড়ে।

D বৃষ্টি পড়ে।

Solution

Correct Answer: Option A

বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক৷

করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
ক. প্রথমা বা শূন্য বিভক্তি : ছাত্ররা বল খেলে।

খ. তৃতীয়া বা দ্বারা বিভক্তি : লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
    দিয়া বিভক্তি : মন দিয়া কর সবে বিদ্যা অর্জন।

গ. সপ্তমী বা এ বিভক্তি : ফুলে ফুলে ঘর ভরেছে। জ্ঞানে বিমল আনন্দ হয়।
    তে বিভক্তি : লোকটা জাতিতে বৈষ্ণব।
    য় বিভক্তি : চেষ্টায় সব হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions