“আকাশে চাঁদ উঠেছে”- এখানে 'আকাশে' কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option A
ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ , যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া নিষ্পন্ন হয় , সে বিষয় , সময় বা স্থানকে অধিকরণ কারক বলে । যেমন - আকাশে চাঁদ উঠেছে ,বনে বাঘ আছে। এখানে আকাশে ও বনে অধিকরণে সপ্তমী বিভক্তি ।