‘রোববার স্কুল বন্ধ’ এখানে ‘রোববার’ কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option D
অধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে "কখন" ও "কোথায়" দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়।
- অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ '-এ' '-য়' '-তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
- উদাহরণ- রোববার স্কুল বন্ধ থাকে, নদীতে পানি আছে, আকাশে চাঁদ উঠেছে ইত্যাদি।