চন্দ্রে প্রচন্ড বিস্ফোরণ হলে ঐ বিস্ফোরণের শব্দ কতক্ষণ পর পৃথিবীতে শোনা যাবে?
A ১.৩০ মিনিট
B ২.০০ মিনিট
C ২.৩০ মিনিট
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option D
শব্দ পরিবহনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়।চাদে কোনো বায়ুমন্ডল নেই।তাই যদি চন্দ্রে প্রচন্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কখনো শুনা যাবে না।