কোন গ্রহ ৮৮ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে? 

A শনি 

B বুধ 

C মঙ্গল 

D শুক্র 

Solution

Correct Answer: Option B

- সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ বুধ।
- সূর্য হতে এর দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার।
- এর কোনো উপগ্রহ নেই।
- এটি ৮৮ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে।
- সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions