কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 12, 13 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
A ৬০ বর্গ সে.মি.
B 30 বর্গ সে.মি.
C ৩০ সে.মি.
D ৬৫ বর্গ সে.মি.
Solution
Correct Answer: Option B
ত্রিভুজের বাহু তিনটি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়।
সমকোণ সংলগ্ন বাহু গুলো 5,12 সে.মি.
ত্রিভুজটির ক্ষেত্রফল = (1/2) × 5 × 12 = 30 বর্গ সে.মি.