Solution
Correct Answer: Option A
-গাঙচিল দীর্ঘক্ষণ উড়তে পারে এবং এরা দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে।।এমু পাখি উড়তে পারেনা।সবচেয়ে ছোট পাখি হচ্ছে হামিং বার্ড।
-সবচেয়ে বড় সামুদ্রিক পাখি আলবাট্রস।এরা সাধারণ পাখির তুলনায় অনেক বড়।এদের দুই ডানার মাঝের বিস্তার ৩ মিটার এর বেশি হতে পারে যা এদের দৈহিক দৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি।