টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহ্নত হয়?
Solution
Correct Answer: Option A
-চৌম্বকক্ষেত্র অপসারিত হলেও যে কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব বিলুপ্ত হয় না,তাকে স্থায়ী চুম্বক বলে।
-স্থায়ী চুম্বক তৈরিতে ইস্পাত,এলনিকো সংকর,ফেরাইট নামক যৌগিক পদার্থ ব্যবহ্নত হয়।
-টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহ্নত হয়।এটি একটি স্থায়ী চুম্বক।এটি আয়রন অক্সাইড বা বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি যৌগিক পদার্থ।