'বিল্বমঙ্গল' নাটকটির রচয়িতা কে?

A গিরিশচন্দ্র ঘোষ

B দ্বিজেন্দ্রলাল রায়

C ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ

D অমৃতলাল বসু

Solution

Correct Answer: Option A

গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বিশিষ্ট নাট্যকার, নাট্যপরিচালক এবং মঞ্চাভিনেতা। গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক বিষয় নিয়ে রচিত তাঁর নাটকের সংখ্যা মোট ৮০। সেগুলির মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো:

- অভিমন্যুবধ (১৮৮১),
- সীতার বনবাস (১৮৮১),
- সীতাহরণ (১৮৮২),
- পান্ডবের অজ্ঞাতবাস (১৮৮২),
- প্রফুল্ল (১৮৮৯),
- জনা (১৮৯৪),
- আবু হোসেন (১৮৯৬),
- বলিদান (১৯০৪),
- সিরাজদ্দৌলা (১৯০৫),
- মীরকাশিম (১৯০৬),
- ছত্রপতি শিবাজী (১৯০৭),
- শঙ্করাচার্য (১৯১০),
- বিল্বমঙ্গল ঠাকুর ইত্যাদি।
- প্রেমভক্তি, স্বদেশপ্রেম ও সমকালীন সামাজিক সমস্যা গিরিশচন্দ্রের নাটকের বিষয়বস্ত্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions