Solution
Correct Answer: Option B
-ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড একটি নিউক্লিক অ্যাসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে।
-ডিএনএ নিউক্লিওটাইড অণুর সমন্বয়ে গড়া একটি লম্বা পলিমার। ডিএনএ শৃংখল ২২ থেকে ২৪ Å চওড়া, এবং একটি নিউক্লিওটাইড অণু ৩.৩ Å দীর্ঘ।
-ডিএনএতে পিউরিন ও পাইরিমিডিন এই দুই প্রকারের নাইট্রোজেন বেস থাকে। পিউরিন বেস দুটি হলো অ্যাডেনিন ও গুয়ানিন এবং পিরিমিডিন বেস দুটি হল সাইটোসিন ও থাইমিন।