ইমরান, হানিফ ও ফাহিম একটি পুকুর থেকে ৬৯০ টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত যথাক্রমে ২/৩, ৪/৫ এবং ৫/৬ হলে, ফাহিম হানিফের চেয়ে কতটি মাছ বেশি পেয়েছে?

A ১০ টি

B ১৮ টি

C ২৯ টি

D ৩৬ টি

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে,
তিন জনের অনুপাত = ২/৩ : ৪/৫ : ৫/৬
= (২/৩) × ৩০ : (৪/৫) × ৩০ : (৫/৬) × ৩০
= ২০ : ২৪ : ২৫

অনুপাতগুলোর যোগফল = ২০ + ২৪ + ২৫
= ৬৯

∴ হানিফ মাছ পেয়েছে = ৬৯০ × (২৪/৬৯)
= ২৪০ টি

∴ ফাহিম মাছ পেয়েছে = ৬৯০ × (২৫/৬৯)
= ২৫০ টি

ফাহিম হানিফের চেয়ে মাছ বেশি পেয়েছে = ২৫০ - ২৪০ টি
= ১০ টি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions