কোন দুটি গ্রহের উপগ্রহ নেই?

A শুক্র ও বুধ

B শুক্র ও শনি

C বুধ ও মঙ্গল

D শুক্র ও নেপচুন

Solution

Correct Answer: Option A

• উপগ্রহ (Satellite):
- কিছু জ্যোতিষ্ক রয়েছে, যেগুলো গ্রহের চারপাশে ঘোরে — এদেরই বলা হয় উপগ্রহ বা চাঁদ।
- এরা মহাকর্ষ বলের কারণে গ্রহকে কেন্দ্র করে আবর্তন করে।
- উপগ্রহের নিজস্ব আলো বা তাপ থাকে না।
- তারা সূর্য বা অন্য নক্ষত্র থেকে আলো ও তাপ পায় এবং তা প্রতিফলিত করে।
- চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ।
- কিছু গ্রহের একাধিক উপগ্রহ রয়েছে, আবার বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই
- বিজ্ঞানের অগ্রগতির ফলে নতুন নতুন উপগ্রহ আবিষ্কৃত হচ্ছে এবং এ বিষয়ে জ্ঞানের পরিধি বাড়ছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions