নিচের বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে ।
A করণে শূন্য
B কর্তায় শূন্য
C অপাদানে ৫মী
D করণে ২য়া
Solution
Correct Answer: Option A
‘তাস’ এখানে করণ কারকে শূন্য বিভক্তি। কারণ করণ অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। এখানে ‘তাস’ খেলার একটা সহায়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং কোনো বিভক্তি না থাকায় এটি হবে শূন্য বিভক্তি।