Solution
Correct Answer: Option B
✔ কোন জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ প্রকৃতির ইত্যাদি জানার জন্য pH একক ব্যবহার করা হয়। pH এরমান দ্বারা পানিতে হাইড্রোজেন পরিমাপ করা।
✔ ১৯০৯ সালে সোরেনসেন pH স্কেল আবিষ্কার করেন ।
✔ ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পি.এইচ ৭ যাকে পি.এইচ স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয়।
✔ পানি বিক্রিয়ক বিশেষে কখনও অম্ল আবার কখনও ক্ষারকের মত আচরণ করে এজন্য পানিকে Amorphous পদার্থ বলা হয়ে থাকে।