Solution
Correct Answer: Option D
- কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থের চাপের জন্য বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে, সেটাই প্লবতা।
- ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হয়।
- সমুদ্রের পানিতে লবণ থাকায় এই পানির ঘনত্ব বেশি, তাই প্লবতা বেশি।