'আশায় বসতি' কোন কবির রচনা ?

A ফররুখ আহমদ

B আহসান হাবীব

C আবুল হোসেন

D সৈয়দ আলী আহসান

Solution

Correct Answer: Option B

আহসান হাবীব ২ জানুয়ারী ১৯১৭ সালে পিরজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি মুলত একজন কবি ও সাংবাদিক।
- তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম রাত্রি শেষে (১৯৪৭)।

তার প্রকাশিত অন্য গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
- ছায়াহরিণ (১৯৬২),
- সারা দুপুর (১৯৬৪),
- আশায় বসতি (১৯৮২),
- ছুটির দিন দুপুরে (১৯৭৮) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions