দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ ছিল। দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে?
A ১৫ : ২
B ১ : ৪
C ৩ : ৬
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
মনে করি, পুত্রের বয়স x বছর
পিতার বয়স ( x+২৬) বছর
প্রশ্নমতে, ১৪(x-২) = x + ২৬-২
=> ১৪x - ২৮ = x + ২৪
=> ১৪x - x = ২৪ + ২৮
=> ১৩x = ৫২
=> x = ৫২/১৩ = ৪
পিতার বয়স = ২৬ + ৪ = ৩০ বছর
∴ পিতা : পুত্রের = ৩০ : ৪
= ১৫ : ২