একটি নল খালি চৌবাচ্চাকে ১৮ মিনিটে পূর্ণ করে ও অপর একটি নল ১২ মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হয়?
A ৪৮ মিনিট
B ৩৬ মিনিট
C ২৪ মিনিট
D ১৮ মিনিট
Solution
Correct Answer: Option D
১ম নল ১৮ মিনিটে পূর্ণ করে ১ বা সম্পূর্ণ চৌবাচ্চা
∴ " " ১ " " " ১/১৮ অংশ
২য় নল ১২ মিনিটে খালি করে ১ বা সম্পূর্ণ চৌবাচ্চা
∴ " " ১ " " " ১/১২ অংশ
∴ নল দুটি দ্বারা ১ মিনিটে খালি হয় = ( ১/১২ - ১/১৮ ) অংশ
= ৩-২/৩৬ "
= ১/৩৬ "
এখন, ১/৩৬ অংশ খালি করতে সময় লাগে ১ মিনিট
∴ ১/২ " " " ৩৬/২
= ১৮ মিনিট