Correct Answer: Option D
এনজিওপ্লাস্টি:
- এটি একটি পদ্ধতি যেখানে বড় ধরনের অস্ত্রোপচার ছাড়াই সংকীর্ণ বা রূদ্ধ করোনারি ধমনীকে পুনরায় প্রশস্ত করা হয়, যাতে রক্ত প্রবাহ স্বাভাবিক হয়।
- এর মূল উদ্দেশ্য হলো সংকীর্ণ বা বন্ধ ধমনীর মাধ্যমে হৃৎপিন্ডে পর্যাপ্ত অক্সিজেন (O2) সরবরাহ নিশ্চিত করা, ফলে হৃৎপিন্ড এবং দেহ সচল থাকে।
- এনজিওপ্লাস্টি বুকে ব্যথা (অ্যানজাইনা), হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাকসহ অন্যান্য মারাত্মক হার্ট রোগ থেকে মুক্তি পাওয়ার একটি কার্যকর উপায়।
- ১৯৭৭ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের ডাঃ অ্যানডেস গয়েন জিগ সর্বপ্রথম এ পদ্ধতি প্রয়োগ করবেন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions