রুনার আয় দিনার অপেক্ষা ২৫% বেশি। দিনার আয় রুনার আয় অপেক্ষা শতকরা কত কম?
Solution
Correct Answer: Option A
মনে করি, দিনার আয় x টাকা
রুনার আয় (x+x × ২৫% ) টাকা
= ৫x/৪ টাকা
∴ দিনার কম = (৫x/৪-x) = x/৪ টাকা
৫x/৪ টাকায় আয় কমে x/৪ টাকা
∴ ১ " " " x/৪ × ৪/৫x
∴ ১০০ " " " x × ৪ × ১০০/৪×৫x = ২০ টাকা
∴ নির্ণেয় মান ২০%