কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়ীতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কতদিন চলবে?
Solution
Correct Answer: Option A
২ জন মেহমান আসায় মোট লোকসংখ্যা হয় = ১০ + ২ = ১২ জন
১০ জন লোকের খাবার আছে ৩০ দিনের
১ " " " " (৩০×১০) দিনের
১২ " " " (৩০×১০/১২) = ২৫ দিন ।