কোনো একটি দ্রব্যের ক্রয়মূল্য বাজারদরের ৮০%, এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?
A ৮% লাভে
B ৮% ক্ষতি
C ২৫% ক্ষতি
D ২৫% লাভ
Solution
Correct Answer: Option D
মনে করি, বাজার দর ১০০ টাকা
ক্রয় মূল্য = ১০০ এর ৮০/১০০ = ৮০ টাকা
লাভ হয় = ১০০ - ৮০ = ২০ টাকা
∴ শতকরা লাভ = ১০০×২০/৮০ = ২৫ টাকা