একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?
Solution
Correct Answer: Option A
মনে করি, লব ক এবং হর খ
∴ ভগ্নাংশটি = ক/খ
শর্তমতে ক + খ = ৭ .......(i)
ক + ১ = খ .......(ii)
(i) নং সমীকরণে খ এর মান বসিয়ে,
ক + ক + ১ = ৭
বা, ২ক = ৭ - ১ = ৬
∴ ক = ৬/২ = ৩
ক এর মান (ii) নং বসিয়ে পাই,
৩ + ১ = খ
=> খ = ৪
∴ ভগ্নাংশটি = ৩/৪