প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-
A ঠিক থাকে
B বেশি হয়
C কম হয়
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
রান্না তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে চাপ বৃদ্ধির মাধ্যমে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করা হয়। প্রেসার কুকারে পানির তাপমাত্রা ১২০০C পর্যন্ত বা তার বেশি উঠানো হয়। এই জন্য প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়।