A নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে
B নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
C নীল সমুদ্রের প্রতিফলের ফলে
D নীল আলোর প্রতিফলন বেশি বলে
Solution
Correct Answer: Option B
আলোক তরঙ্গ কোনো ক্ষুদ্র কণিকার উপর পড়তে আলোক তরঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এটিই আলোর বিক্ষেপণ। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম সে আলোর বিক্ষেপণ তত বেশি। নীল আলো মধ্য রশ্মি হিসেবে আপতিত হয় এবং আকাশে নীল আলোর প্রাচুর্য ঘটে। ফলে আকাশ নীল দেখায়।