পোলিও ভাইরাস দেহে কীভাবে প্রবেশ করে?
A দূষিত খাদ্য, পানি দ্বারা
B লালা গ্রন্থির দ্বারা
C মশা কামড়ালে
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
পোলিও মাইলেটিস রোগটি সংক্ষেপে পোলিও নামে পরিচিত। একে শিশুদের পক্ষাঘাত রোগ বলা হয়। দূষিত খাদ্য ও পানি দ্বারা পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে। এটি ফিকো-ওরাল পথে দেহে প্রবেশ করে। পোলিও OPV এবং IPV এই ধরনের ভ্যাক্সিন দেয়া হয়।