P টাইপ এবং N টাইপ অর্ধপরিবাহীর সংযোগস্থলে কোনটি তৈরি হয়?
Solution
Correct Answer: Option D
• P টাইপ এবং N টাইপ অর্ধপরিবাহীর সংযোগস্থলে p-n জাংশন তৈরি হয়।
• p-n জাংশন হলো একটি সরল ইলেকট্রনিক যন্ত্র যা বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়।
• p-n জাংশন এর কার্যপ্রণালী জটিল, তবে মূল ধারণা হলো p টাইপ এবং N টাইপ অর্ধপরিবাহীর মধ্যে সংযোগস্থলে একটি বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়।
• এই বিদ্যুৎ ক্ষেত্রটি চার্জ বহনকারী কণাগুলোর প্রবাহকে নিয়ন্ত্রণ করে, যার ফলে বিভিন্ন ধরণের ইলেকট্রনিক কার্য সম্পাদন করা সম্ভব হয়।