বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
A সাদামাটি
B চুনাপাথর
C কয়লা
D গ্যাস
Solution
Correct Answer: Option D
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো প্রাকৃতিকগ্যাস। প্রাকৃতিক গ্যাস যা মূলত মিথেন (CH4) গ্যাস। তবে সামান্য পরিমাণে অন্যান্য পদার্থ ইথেন, প্রোপেন ও বিউটেন থাকে।