Solution
Correct Answer: Option D
প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ বা একই অঙ্গের বিভিন্ন অংশকে সংযুক্ত করে যোজক কলা। এই কলা দ্বারা সৃষ্ট কঙ্কাল প্রাণীর দেহ কাঠামোগত রূপ প্রদান করে। এই কলা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে।
গঠন প্রকৃতির উপর ভিত্তি করে এদেরকে তিন ভাগে ভাগ করা যায়।
এই ভাগ তিনটি হলো-
১. প্রকৃত যোজক কলা: কোলাজেন টিস্যু, মেদকলা ইত্যাদি।
২. কঙ্কাল যোজক কলা: হাড়, তরুণাস্থি।
৩. তরল যোজক কলা: রক্ত, লসিকা।