Solution
Correct Answer: Option C
- মাকড়সা একটি আট পা ওয়ালা অ্যারাকনিডা শ্রেণীর সন্ধিপদ।
- এদের শরীর মাথা ও ধড় দুটি অংশে বিভক্ত, আটটি সন্ধিযুক্ত পা আছে,ডানা নেই।
- এদের মাথা ও বুক একসাথে জুড়ে সেফালোথোরাক্স বা মস্তক-বক্ষ গঠন করে।
- মাকড়সার একটি বিশেষ গুণ হল, এরা জাল তৈরি করে এবং জালের মাধ্যমে অন্যান্য কীট-পতঙ্গ ইত্যাদি শিকার করে।