Solution
Correct Answer: Option A
ব্রিটিশ যন্ত্র প্রকৌশলী ও গণিতবিদ চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তিনি ১৮২২ সালে Difference Engine ও ১৮৩৩ সালে Analytical Engine তৈরি করেন। এ দুটি যন্ত্রে আধুনিক কম্পিটারের বৈশিষ্ট্য ছিল বলে চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিটারের জনক বলা হয়। অপশনে জন ভন হিউম্যান থাকলে উত্তর এটি হবে।