বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে?
A বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
B জীবনানন্দ দাশ
C মানিক বন্দোপাধ্যায়
D বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Solution
Correct Answer: Option D
'উপন্যাস' একটি পাশ্চাত্য শিল্প ধারনা; সেই পাশ্চাত্যরীতিকে অবলম্বন করে একটি পরিপূর্ণ আখ্যানের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী' (১৮৬৫) রচনা করেন। ‘ফুলমণি ও করুণার বিবরণ, ‘আলালের ঘরের দুলাল' প্রভৃতি ছিল উপন্যাস তৈরির প্রাথমিক প্রচেষ্টা; যা সর্বাঙ্গ সার্থক নয়। 'দুর্গেশনন্দিনী' রচনার মাধ্যমে বঙ্কিমচন্দ্র একদিকে যেমন তাঁর মৌলিক প্রতিভা বিকাশের পথের সন্ধান লাভ করেন, অন্যদিকে তেমনি বাঙালির মন ও মনন এক অভিনব সাহিত্যশিল্পের রসাস্বাদন করতে সক্ষম হয়। এরপর তিনি মোট ১৪টি সার্থক উপন্যাস রচনা করে এ ধারাকে বেগবান করেন বলে তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।