শুদ্ধ বানান গুচ্ছ কোনটি?

A বঁধু, প্রজজ্বলন, বন্দোপাধ্যায় 

B বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সমীচীন

C ঘনিষ্ট ,ঘড়িয়াল, বৈশিষ্ট, আপোষ

D শ্রেণী, ইতোমধ্যে, উপযুক্ত, কোলিণ্য

Solution

Correct Answer: Option B

শুদ্ধ বানান গুচ্ছটি হলো- বিভীষিকা, আশীর্বাদ, শারীরিক, সমীচীন।

অন্য অপশনে থাকা অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
ক) প্রজ্বলন, বন্দ্যোপাধ্যায়
গ) ঘনিষ্ঠ, বৈশিষ্ট্য, আপস
ঘ) শ্রেণি, কৌলীন্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions