বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কে?
A মাইকেল মধুসূদন দত্ত
B ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C কাজী নজরুল ইসলাম
D রবীন্দ্রনাথ ঠাকুর
Solution
Correct Answer: Option C
বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম। অসমদীর্ঘ চরণের ছন্দকে বলা হয় মুক্তক ছন্দ। মুক্তক ছন্দে অক্ষর সংখ্যা অসমান অর্থাৎ পয়ার এবং অমিত্রাক্ষর ছন্দের ন্যায় পংক্তির মাত্রা সংখ্যা নির্দিষ্ট নয়।