‘টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, অর্থই যে সকল অনর্থের মুল তখনও তা জানতাম না’ বাক্যটিতে কয়টি বানান ভুল আছে?
Solution
Correct Answer: Option A
বাক্যটিতে ভুল আছে ২টি। যথা: লক্ষ ও মুল।
শব্দ দুটির শুদ্ধ রূপ হলো- লক্ষ্য ও মূল।